Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মিশন ও ভিশন

ভিশন ও মিশন 

ভিশনঃ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতার মানন্নোয়ন ।

মিশনঃ  

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষকগণের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং সংশিস্নষ্ট অন্যান্যদের প্রশিক্ষদানের লক্ষে একটি সেবাদানকারী প্রতিষ্ঠান হিসাবে সর্বিক বিকাশ সাধন করা। যেমনঃ

 

  1. শ্রেণী  শিখন - শেখানোর মান উন্নয়ন
  2. শিক্ষকদের মধ্যে নৈতিক ও শিক্ষক সুলভ গুনাবলীর বিকাশ সাধন
  3. শিক্ষকদের শিক্ষদান ক্ষেত্রে দক্ষতা বিকাশ সাধন
  4. শ্রেণী কক্ষ এবং বিদ্যালয় ব্যবস্থাপনার উৎকর্ষ সাধন

 

নিয়মিতভাবে পেশাগত ও কারিগরী সহায়তার বিনিময়ের মাধ্যমে সাব ক্লাস্টার ও উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষণের পারস্পারিক উন্নয়ন সাধন।

 

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিকে (এসএমসি) শক্তিশালী করার জন্য ওরিয়েন্টেশন প্রদান/আলোচনা সভার আয়োজন, স্থানীয় জনগণকে বিদ্যালয়ের  সাথে সম্পৃক্ত করার জন্য সেমিনার ওয়ার্কশপ আয়োজন।

 

শিক্ষাদান পদ্ধতি, বিদ্যালয় ও ব্যবস্থাপনা,বিদ্যালয় আকর্ষণীয় করণ, শিখন - শেখানো সামগ্রী উদ্ভাবন এসেসমেন্ট ও মূল্যায়ন ইত্যাদি বিষয়ে নিয়মিত ভাবে একশন রিসার্স পরিচালনা করা।