এই দপ্তর হতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাদান পদ্ধতির উপর বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের বিদ্যালয় ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ প্রদান করা হয়, বিদ্যালয় ব্যবস্থাপনার কমিটির সদস্যগণকে বিদ্যালয় পরিচালনা বিষয়ক নানা প্রশিক্ষণ প্রদান করা হয়। এই দপ্তরের কর্মকর্তাগণ বিদ্যালয়ের একাডেমিক সুপারভিশন কার্যক্রম পরিচালনা করেন এবং বিদ্যালয় পর্যায়ে পরিকল্পনা বাস্তবায়ন ও শিক্ষকগণকে একাডেমিক সহায়তা প্রদান করেন। এছাড়াও প্রাথমিক শিক্ষা বিষয়ে বিভিন্ন ধরণের গবেষণা ও একশন রিসার্চ পরিচালনা করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস